ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ৩০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হলো এসসিএলএস ল’ অলিম্পিয়াড

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জুলাই ১১, ২০২৫
চবিতে ৩০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হলো এসসিএলএস ল’ অলিম্পিয়াড বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পরিবেশ বিপন্ন হলে জীবনও বিপন্ন—বার্তাকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে ‘এসসিএলএস ন্যাশনাল ল’ অলিম্পিয়াড ২০২৫’।  

শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় চবির একে খান আইন অনুষদে সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)-এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দেশের অন্যতম বৃহৎ এই আইনভিত্তিক প্রতিযোগিতা।

এবারের প্রতিপাদ্য—“জলবায়ু আইন ও পরিবেশ ন্যায়বিচার”।

দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছে দেশের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি দল।

অলিম্পিয়াডে রয়েছে পাঁচটি ধাপ—পিক্টোরিয়াল প্লী, রেবেলিয়াস স্পিরিট, ক্রিটিক্যাল আই, রিফর্ম অ্যাসেম্বলি ও সিম্পোজিয়াম রাউন্ড।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্যের শুরুতেই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাইয়ের শহীদদের। তিনি বলেন, পরিবেশের অধিকারের সঙ্গে আমাদের জীবনের অধিকারও ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ বিপন্ন হলে মানুষের জীবনও হুমকির মুখে পড়ে।

আসাদুজ্জামান আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পরিবেশ আন্দোলন হচ্ছে বটে, তবে এখন প্রয়োজন সামগ্রিক ঐক্য। পরিবেশ বাঁচাতে, নদী রক্ষা করতে, বায়ুদূষণ কমাতে এবং স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে হলে আমাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, আইন কেবল বইয়ে শেখার বিষয় নয়, শেখা উচিত হাতে-কলমে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য এক বাস্তব অনুশীলনের মঞ্চ তৈরি করে দিয়েছে। বর্তমানে মৌলিক অধিকার নিয়ে যত আলোচনা হচ্ছে, পরিবেশের অধিকার নিয়ে আমরা ততটাই নিশ্চুপ। অথচ এই অধিকার মৌলিক অধিকারেরই সম্প্রসারিত রূপ।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এবং চবি আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার-সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এহসানুল করিম বলেন, বর্তমানে সবকিছুই প্লাস্টিকময়। এমনকি আমাদের হাসিও। কারণ আমরা এখন আর স্বাভাবিকভাবে হাসতে পারি না। এটি কেবল পরিবেশ সংকট নয়, মানবিক সংকটও।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, এ আয়োজন প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের শুধুই বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখে না, বরং বাস্তব জগতের সঙ্গে সংযোগ স্থাপন করে দেয়।

মূল বক্তা হিসেবে বক্তব্য দেন চবি আইন অনুষদের সাবেক ডিন ও এসসিএলএস-এর উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, জলবায়ু পরিবর্তন আর কোনো দূরবর্তী আশঙ্কা নয়—এটি এখনই আমাদের জীবনে তীব্র প্রভাব ফেলছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া, বাস্তুচ্যুতি ও জীববৈচিত্র্যের ক্ষয়—সবই এখন বাস্তবতা। আইনের ভূমিকা কেবল প্রচলিত ব্যাখ্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না। নতুন প্রেক্ষাপটে নতুনভাবে আইন গঠনের মধ্য দিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চবি আইন বিভাগের সভাপতি ও এসসিএলএস মডারেটর অধ্যাপক ড. রকিবা নবী। সঞ্চালনায় ছিলেন এসসিএলএস-এর সিনিয়র সদস্য লামিয়া তাজ নূর।

প্রথম দিনে অলিম্পিয়াডের তিনটি ধাপ অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের মূল লক্ষ্য—তরুণ আইন শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ আইন নিয়ে সচেতনতা সৃষ্টি, সমালোচনামূলক বিশ্লেষণ ও যুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন।

এম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।