চট্টগ্রাম: নিয়মের বাইরে কনটেইনার ডেলিভারির চেষ্টাকালে মো. আরিফুল ইসলাম নামের একজন সহকারী জেটি সরকারকে আটক করেছে বন্দরের নিরাপত্তা বিভাগ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে বন্দরের জিসিবি ৫ নম্বর গেইটে তাকে আটক করা হয়।
বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট সিবা কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে ২০ ফুট লম্বা একটি অনচেসিস কনটেইনার পাচারের উদ্দেশ্যে সহকারী জেটি সরকার মো. আরিফুল ইসলাম ডকুমেন্ট জালিয়াতি করে গেইট পাস সংগ্রহকালে আটক করা হয়েছে। বন্দরের নিরাপত্তা বিভাগ তাকে আটকের পর আইনি ব্যবস্থা নিতে বন্দর থানায় সোপর্দ করা হয়।
তিনি বলেন, চুরি প্রতিরোধে বর্তমানে বন্দরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। অতীতে নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর দিয়ে অনেক দুষ্কৃতকারী পার পেয়ে যেত। কিন্তু বর্তমানে দুর্বৃত্তরা ধরা পড়ছে।
গত ২৯ জুলাই বন্দরের এনসিটিতে অবৈধভাবে কনটেইনার কিপডাউন ও আমদানি করা কিসমিস পাচারের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছিল বন্দর নিরাপত্তা বিভাগ। তারা হলেন- পাহাড়তলী থানার বাছামিয়া রোডের নুরুল আমিন ভূঁইয়ার ছেলে মো. নাজমুল হোসাইন ভূঁইয়া, কুমিল্লার লাকসামের পল কোটের মো. নুরুল আমিনের ছেলে নূর মোহাম্মদ ও কর্ণফুলী থানার পশ্চিম চরলক্ষ্যার মৌলভী পাড়ার মো. শাহাবুদ্দীনের ছেলে মো. আব্বাছ।
এআর/পিডি/টিসি