চট্টগ্রাম: 'এমভি তাজমিনুর রহমান' নামের মাছধরার ট্রলারকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী। ওই ট্রলারে ছিল মহেশখালীর ২৬ জেলে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দেশের সার্বভৌমত্ব রক্ষা ও 'ইন এইট টু সিভিল পাওয়ার' এর আওতায় 'মা ইলিশ সংরক্ষণ-২০২৫' অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহলের সময় নৌবাহিনীর জাহাজ 'বানৌজা শহীদ মহিবুল্লাহ' ট্রলারটি উদ্ধার করে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে গেলে নৌসদস্যরা বিপদগ্রস্ত জেলেদের সংকেত দেখতে পান।
পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ উদ্ধার করা জেলে ও মাছ ধরার ট্রলারটি নিরাপদে তীরে নিয়ে আসে ও তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করে।
জেলেদের তথ্যসূত্রে জানা যায়, ট্রলারটি গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র গমন করে এবং ৩ অক্টোবর ২০২৫ তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকেন।
এআর/পিডি/টিসি