ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে একটি আসন, একটি টেবিল নিশ্চিত করব: সাজ্জাদ হৃদয়

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, অক্টোবর ৮, ২০২৫
চবিতে একটি আসন, একটি টেবিল নিশ্চিত করব: সাজ্জাদ হৃদয় সাজ্জাদ হোসেন হৃদয়

চট্টগ্রাম: আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু আমাদের শিক্ষার্থীদের শতভাগ আবাসন নেই।

আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা, খাদ্য সমস্যা, নিরাপত্তা সমস্যা সমাধানে আমি কাজ করতে চাই। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তির প্রথম দিন থেকে একটি আসন একটি পড়ার টেবিল নিশ্চিত করতে চাই।
 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এসব কথা বলেন।  

তিনি বলেন, আমি চাটগাঁর সন্তান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে চাই। অতীতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে সোচ্চার ছিলাম আমি। এ কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোষানলে পড়েছিলাম। বিভিন্ন সময় হামলার শিকার হয়েছি। শিরিন প্রশাসনের সময় ২০ কোটি টাকার ভাংচুর মামলার প্রধান আসামি হয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে কোনো সময় আপস করিনি।  

যাতায়াত সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রধান বাহন শাটল ট্রেন। কিন্তু বগি সংকট আছে। পাওয়ার কার চলে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে উপজেলাগুলো আছে সেখানে বাসের ব্যবস্থা করা। আমরা চাই যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন উপজেলা পর্যায়ে বাসের ব্যবস্থা করে। শহরের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা।

শিক্ষার্থী ও তাদের মা-বাবার উদ্বেগের জায়গা, শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। আমি চাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই। গুপ্ত হত্যা যেন বন্ধ হয়। শাটল ট্রেনে ঢিল ছোড়া বন্ধ হয়। স্থানীয় হামলা যেন বন্ধ হয়।  

নারীবান্ধব ক্যাম্পাস গড়তে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, আমাদের বোনদের জন্য কাজ করতে চাই। নারীদের প্রতিটি হলে যেন আবাসিক মেডিকেল অফিসার থাকে, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে যেন সার্বক্ষণিক নারী চিকিৎসক যেন থাকে।  

তিনি চবি শিক্ষার্থীদের ১৫ অক্টোবর অবশ্যই ভোট দিতে আসার আহ্বান জানান।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।