চট্টগ্রাম: কর্ণফুলী নদীর হালদা মোহনা থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
রোববার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।
তিনি বলেন, হালদার মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ অভিযানে সহায়তায় করেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা।
কারেন্ট জাল দামে সস্তা, হালকা হওয়ায় পরিবহনে সুবিধার কারণে জেলেরা ব্যবহার করছে। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। নেট সাইজের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কারেন্ট জাল ক্ষতিকর বলে জানান সংশ্লিষ্টরা।
বিই/টিসি