ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হালদা নদী থেকে কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, আগস্ট ২৪, ২০২৫
হালদা নদী থেকে কারেন্ট জাল জব্দ ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর হালদা মোহনা থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

 

রোববার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।

তিনি বলেন, হালদার মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

উপস্থিত জনতার সামনে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এসব জালের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।

এ অভিযানে সহায়তায় করেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা।

কারেন্ট জাল দামে সস্তা, হালকা হওয়ায় পরিবহনে সুবিধার কারণে জেলেরা ব্যবহার করছে। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। নেট সাইজের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কারেন্ট জাল ক্ষতিকর বলে জানান সংশ্লিষ্টরা।  

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।