ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মৃত্যুর আগে মাহিনকে পানি খেতে দেয়নি কেউ

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি (চট্টগ্রাম) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, আগস্ট ২৪, ২০২৫
মৃত্যুর আগে মাহিনকে পানি খেতে দেয়নি কেউ মাহিনের লাশ বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা সহ স্বজনরা

চট্টগ্রাম: ফটিকছড়িতে নির্মমতার শিকার হয়ে প্রাণ হারানো ১৪ বছরের কিশোর মাহিন মৃত্যুর আগে পানি খেতে চেয়েছিল, কিন্তু দেয়নি কেউ। স্থানীয় কয়েকজন যুবক প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যা করে।

 

শনিবার (২৩ আগস্ট) ময়নাতদন্ত শেষে মাহিনের লাশ নিজ গ্রামে আনা হলে একমাত্র সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেড়ে পড়েন বাবা-মা।

মাহিনের বাবা মুহাম্মদ লোকমান স্থানীয় একটি বিদ্যালয়ের ক্যানটিন চালান।

ছয় মাসে আগে বাড়ির পাশে চায়ের দোকান দেন। মাহিনের মা খাদিজা আকতার বলেন, ‘আমি তাদের কাছে ছেলের প্রাণভিক্ষা চেয়েছি। আমার ছেলেকে একটা গ্লাস পানি দিতে বলেছি, কিন্তু তারা দেয়নি’।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমদ বলেন, নিহতের মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।