চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে আকিব হোসেন (৩২) নামে এক প্রবাসী খুন হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরের পূর্ব চান্দগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আকিব দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী ছিলেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহ থেকে তর্কাতর্কির একপর্যায়ে প্রবাসী আকিব হোসেনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। পাশাপাশি নিহতের স্ত্রীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (আজ) নিহত আকিবের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআই/পিডি/টিসি