চট্টগ্রাম: নগরীতে প্রথমবারের মতো ‘গ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোম’-এ ৮০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন নেট মিটারিং সৌর বিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এই পরিবেশবান্ধব প্রকল্প উদ্বোধন করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে গ্যালেরিয়া’র ছাদজুড়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে নেট মিটারিং সুবিধা গ্রহণ করা যাবে। এটি শুধু বিদ্যুৎ সাশ্রয়ের জন্যই নয়, বরং পরিবেশ রক্ষার এক অনন্য পদক্ষেপ, যা কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি অনুযায়ী, গ্যালেরিয়ায় ব্যবহৃত হয়েছে বিশ্বমানের Trina Solar 700 Wp Tier-1 প্যানেল, যা দেশের সর্বোচ্চ ক্ষমতার সৌর প্যানেল। এছাড়াও জার্মান প্রযুক্তির Sofar Solar inverter ব্যবহৃত হয়েছে।
এই উদ্ভাবনী পদক্ষেপ চট্টগ্রামের ভবিষ্যৎ নগরায়ণে নতুন মাত্রা যোগ করেছে। গ্যালেরিয়া’র এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য প্রতিষ্ঠানকেও পরিবেশবান্ধব শক্তি ব্যবহারে অনুপ্রাণিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
পিডি/টিসি