ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গুদাম মালিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, সেপ্টেম্বর ২২, ২০২৫
চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গুদাম মালিকের মৃত্যু ...

চট্টগ্রাম: চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দ্বীপ চরতী সর্বিরচর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গুদাম মালিক মাহবুবুর রহমান (৪৬) মারা গেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি চন্দনাইশের কবির আহামেদ ভূঁইয়ার ছেলে।

এর আগে শনিবার রাতে মারা যান ওই গুদামের দুই শ্রমিক মো. ইদ্রিস (২৬) ও মো. ইউসুফ (৩০)। এ ঘটনায় দগ্ধ ১০ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হলো।  

গত ১৭ সেপ্টেম্বর সকালে ওই গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও দগ্ধ হন শ্রমিক মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালেহ (৩৩)।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে ঢাকায় পাঠানো হয়।

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ বাংলানিউজকে জানান, ৬ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন। তাদের শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।