চট্টগ্রাম: হাটহাজারীর নাজিরহাট কলেজ সরকারিকরণে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন। এ খবরে উত্তর চট্টগ্রামের বড় একটি জনপদে খুশির বন্যা দেখা দিয়েছে।
জানতে চাইলে নাজিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা নাজিরহাট কলেজকে সরকারিকরণে সম্মতি দিয়েছেন। এখন বিধি অনুযায়ী মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা এখনো চিঠি পাইনি। আশাকরি, ডাক যোগে চিঠি পাব। ’
সূত্র জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে চিঠি দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা নাজিরহাট কলেজকে সরকারিকরণে প্রধান উপদেষ্টার সম্মতির বিষয়টি জানান।
চিঠিতে কলেজটি সরকারিকরণের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এআর/পিডি/টিসি