ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

থানার ১০০ গজের মধ্যে ছিনতাইয়ের শিকার নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, সেপ্টেম্বর ২২, ২০২৫
থানার ১০০ গজের মধ্যে ছিনতাইয়ের শিকার নারী

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার মাত্র ১০০ গজের মধ্যে এক নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে রিকশারোহী ওই নারীর হাত থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

 

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে পাঁচলাইশ মডেল থানার অদূরে বেলভিউ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।  

ব্যাগে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় পৌনে চার লাখ টাকার মালামাল ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ঘটনার পরপরই হতবিহবল বেবী আক্তার ও তার স্বামী নুরুল আবচার থানায় ছুটে যান। এ ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত দুই যুবককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাচঁলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. তামজিদ হোসাইন বলেন, ‘মামলাটি নিয়ে আমরা কাজ শুরু করেছি। বাদী নুরুল আবচারকে থানায় ডাকা হয়েছে। তার সঙ্গে কথা বলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলার পদুয়া থেকে চট্টগ্রাম শহরে মেয়ের চিকিৎসার জন্য আসেন বেবী আক্তার ও তার স্বামী। মেয়ের সিটি স্ক্যান করানোর সময় স্বর্ণের কানের দুল, ডায়মন্ডের নাকফুল, গলার চেইনসহ মূল্যবান জিনিস ভ্যানিটি ব্যাগে রাখা হয়। পরে ন্যাশনাল হাসপাতাল থেকে পার্কভিউ হাসপাতালে ফেরার পথে পাঁচলাইশ মডেল থানার সামনে ছিনতাইয়ের শিকার হন তারা।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।