চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার মাত্র ১০০ গজের মধ্যে এক নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে রিকশারোহী ওই নারীর হাত থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে পাঁচলাইশ মডেল থানার অদূরে বেলভিউ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ব্যাগে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় পৌনে চার লাখ টাকার মালামাল ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাচঁলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. তামজিদ হোসাইন বলেন, ‘মামলাটি নিয়ে আমরা কাজ শুরু করেছি। বাদী নুরুল আবচারকে থানায় ডাকা হয়েছে। তার সঙ্গে কথা বলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলার পদুয়া থেকে চট্টগ্রাম শহরে মেয়ের চিকিৎসার জন্য আসেন বেবী আক্তার ও তার স্বামী। মেয়ের সিটি স্ক্যান করানোর সময় স্বর্ণের কানের দুল, ডায়মন্ডের নাকফুল, গলার চেইনসহ মূল্যবান জিনিস ভ্যানিটি ব্যাগে রাখা হয়। পরে ন্যাশনাল হাসপাতাল থেকে পার্কভিউ হাসপাতালে ফেরার পথে পাঁচলাইশ মডেল থানার সামনে ছিনতাইয়ের শিকার হন তারা।
এমআই/পিডি/টিসি