ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, সেপ্টেম্বর ২৪, ২০২৫
বাঁশখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২ ...

চট্টগ্রাম: বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।  

আহতরা হলেন- যুবদল কর্মী মিজানুর রহমান (৩৫) ও জামায়াত কর্মী কফিল উদ্দিন (৪২)।

 

জানা যায়, গত সোমবার (২২ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী যুব বিভাগের চাম্বল ইউনিয়ন সভাপতি কফিল উদ্দিনের (৪২) ওপর অতর্কিত হামলা করা হয়। বিএনপির নেতা-কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন জামায়াত নেতা-কর্মীরা।

এ ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের ক্ষমা চাইতে বলেন।  

এরই জের ধরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এক পর্যায়ে যুবদল কর্মী মিজানুর রহমানের (৩৫) ওপর হামলা চালানো হয়।  

আহত মিজানুর রহমান অভিযোগ করে বলেন, চাম্বল এলাকায় পুলিশের উপস্থিতিতে জামায়াত-শিবিরের কর্মীরা হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালিয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, স্লুইসগেটের পানি প্রবেশ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতেও বিএনপি ও জামায়াতের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।