চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপি কোনও অপশক্তিকে ভয় পায় না। যতই হাঁকডাক করেন জনগণ আপনাদের সাথে নেই।
তিনি বলেন, পিআর এর নাটক বাদ দিয়ে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন, তাতে কারও আপত্তি নাই।
৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া বটতল দোকানের সামনে ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি আবু ছালেহ এর সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন আহম্মদ হোসেন তালুকদার, মিহির চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, নূরুল ইসলাম মেম্বার, মহিবুল্লাহ বাহার, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মো. বজল।
পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন এস এম আবু মুনসুর, কাউন্সিলর বেলাল, জালাল উদ্দিন চৌধুরী, মাস্টার আজমগীর, জসিম উদ্দিন নান্নু, মো. আজিজ, দিদারুল আলম, নাছির কন্ট্রাক্টর, হাসেম, নজরুল, রশিদ চৌধুরী, সাইফুল হায়দার রাসেল, বেলার বিন নূর, শহীদ, আমান, দৌলত, মোজাহারুল ইকবাল লাভলু, সাহাবুদ্দিন, লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, নূরুল আলম, আবদুল রহিম বাদশা, এরশাদ, রফিক, হেলাল, সাদ্দাম প্রমুখ।
এসি/টিসি