সিলেট: পাসের হার ও জিপিএ-৫ কমলেও বরাবরের মতো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সিলেট বিভাগে প্রথম স্থান ধরে রেখেছে নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা। এবার প্রতিষ্ঠানটির পাসের হার ৯৬ দশমিক ৪২ শতাংশ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের দাখিল পরীক্ষায় সিলেট বিভাগে প্রথম হওয়া এ প্রতিষ্ঠানটির ২২৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১৬ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। ‘এ’ গ্রেড পেয়েছে ১৬০জন, ‘এ মাইনাস’ ২১জন এবং ‘বি’ পেয়েছে ৩জন শিক্ষার্থী।
এছাড়া ৮জন শিক্ষার্থী ফেল করেছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বাংলানিউজকে বলেন, নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিবারের মতো এবারও আমার প্রতিষ্ঠান বিভাগে প্রথম হয়েছে। তবে সৃজনশীল পদ্ধতি চালুর কারণে এবারে জিপিএ-৫ ও পাসের হার একটু কমেছে।
আগামীতে শিক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুত করার মাধ্যমে আবারও শতভাগ সাফল্য ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৪