ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষার্থীরাও ভ্রমণ কোটায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, মে ২৮, ২০১৪
শিক্ষার্থীরাও ভ্রমণ কোটায়

ঢাকা: এখন থেকে বিদেশে যেসব শিক্ষার্থী পড়তে যাবেন, তারাও ভ্রমণ কোটা সুবিধা পাবেন। এতদিন বিদেশে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীরা এ সুবিধা পেতেন না।

পড়াশোনা করতে যাওয়ার সময় তারা নিয়ে যেতে পারবেন ১২ হাজার ডলার।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারির বিষয়টি বাংলানিজজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ।

তিনি বলেন, এতদিন চাকরি নিয়ে বা অন্য কোনো পেশার যারা বিদেশ ভ্রমণ করতেন তারাই কেবল এ সুবিধা পেতেন। কিন্তু শিক্ষার্থীরা যখন পড়াশোনা করতে যাচ্ছেন সেটিও ভ্রমণ। তাই তাদের ভ্রমণ কোটার আওতায় নিয়ে আসা হলো।

এর আগে, গত ৬ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের একই বিভাগ আরেকটি প্রজ্ঞাপন জারি করে ১২ বছরের নীচের বয়সীদেরও ট্রাভেল কোটায় নিয়ে আসেন।

নির্দেশনা মোতাবেক,  বড়রা বিদেশ ভ্রমণে ১২ হাজার ডলার নিতে পারেন। আগের নির্দেশনা মোতাবেক বছরে ৭ হাজার ডলারের বেশি বিদেশ ভ্রমণে ব্যয় করা যেতো না।

জানা যায়, গত ৫ মে বাংলাদেশ ব্যাংক আরেকটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের ট্রানজিট ব্যয় ২শ’ ডলার থেকে বাড়িয়ে ৫শ’ ডলার করে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।