ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

খাতা পুন:নিরীক্ষণ

রাজশাহী বোর্ডে ৬ হাজার ৯২৬ আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, মে ২৮, ২০১৪
রাজশাহী বোর্ডে ৬ হাজার ৯২৬ আবেদন

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল শেষে খাতা পুন:নিরীক্ষণের জন্য ১৪ হাজার ৭৮০টি বিষয়ে ৬ হাজার ৯২৬ জন শিক্ষার্থীর আবেদপত্র জমা পড়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের একটি সূত্র জানান, গত ১৭ মে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফল নিয়ে যাদের আপত্তি ছিল এবং যারা খাতা পুন:নিরীক্ষা করাতে ইচ্ছুক তাদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুন:নিরীক্ষণের আবেদন গত ১৮ থেকে ২৪ মে পর্যন্ত টেলিটক মোবাইলে গ্রহণ করা হয়।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমএ হুরাইরা জানান, আগামী ১৭ জুনের মধ্যে খাতা পুন:নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের নিজ নিজ মোবাইল ফোনে তাদের খাতা পুন:নিরীক্ষণের ফলাফল জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, কেউ এক বিষয়ের জন্য, কেউ বা একাধিক বিষয়ের জন্য খাতা পুন:নিরীক্ষণের আবেদন করেছে। এজন্য সংখ্যা বেশি মনে হচ্ছে। তবে অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে খাতা পুন:নিরীক্ষণ করা হবে এবং মোবাইল ফোনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

গত ১৭ মে রাজশাহী বোর্ডের ২০১৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে স্মরণকালের সেরা রেকর্ড করে শিক্ষার্থীরা। পাসের হার ছিল ৯৬.৩৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।