ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুক্র-শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, মে ২৯, ২০১৪
শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুক্র-শনিবার

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, স্কুলের জন্য শুক্রবার ও কলেজের জন্য শনিবার এ পরীক্ষা নেওয়া হবে।



স্কুল পর্যায় (কোড নং ৩০১-৩২৩) ও স্কুল পর্যায়-২ এর (কোড নং ২০১-২২৪) পরীক্ষা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং কলেজ পর্যায়ের পরীক্ষা (কোড নং ৪০১-৪৩৫) শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চার ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম এক ঘণ্টা আবশ্যিক বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে এবং পরবর্তী তিন ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বৈধ প্রার্থীদের প্রবেশপত্র অনলাইনে পাঠানোসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।