ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

নতুন করে ‘সবক’টা জানালা খুলে দাওনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, অক্টোবর ৫, ২০১৫
নতুন করে ‘সবক’টা জানালা খুলে দাওনা’

‘সবক’টা জানালা খুলে দাওনা’ গানটি জন্ম দিয়েছেন স্বনামধন্য সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশাত্মবোধক এই গানটি এখনও তুমুল জনপ্রিয়।

কালজয়ী গানটির নতুন ভার্সন তৈরি করেছেন বুলবুল। যন্ত্রসংগীতে পুরো গানটি তৈরি করা হয়েছে একটি মহৎ উদ্দেশ্যে। কয়েকভাবে তৈরি করা হয়েছে এটি। যন্ত্রসংগীতটি দেওয়া হয়েছে জিপি মিউজিকে। এর মাধ্যমে অর্জিত অর্থ ব্যয় করা হবে ক্যান্সার আক্রান্ত শিল্পী স্বীকৃতির চিকিৎসায়।

এ সম্পর্কে বুলবুল ফেসবুকে লিখেছেন, ‘আসিফ আকবর তার একটি গানের অর্থ দিচ্ছেন স্বীকৃতির জন্য। স্বীকৃতির জন্য আমি ‘সবক’টা জানালা’ গানটি কনট্রিবিউট করছি। গানটির যন্ত্রসংগীতে অংশ নিয়েছেন বাংলাদেশ ও ভারতের অনেক নামী যন্ত্রী। গ্রামীণফোন আমাদের পাশে দাঁড়িয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসও/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।