ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পল্লীকবির কবিতার ছবিতে নওশাবা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
পল্লীকবির কবিতার ছবিতে নওশাবা ‘কবর’-এর দাদি চরিত্রে নওশাবা

‘এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে/তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’— পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত ‘কবর’ কবিতার দাদি চরিত্রটি এবার মূর্ত হচ্ছে। পর্দায় দেখা যাবে তাকে। আর চরিত্রটি ফুটিয়ে তুলবেন অভিনেত্রী নওশাবা।

‘কবর’ অবলম্বনে রাশিদ পলাশ তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’। এতে দাদির চরিত্রে অভিনয় করেছেন নওশাবা।

আর তার স্বামী তথা কবিতার কথক (দাদা) হিসেবে দেখা যাবে তারিক আনাম খানকে। মজার তথ্য হচ্ছে, নওশাবার পুত্রবধূ হিসেবে ১৫ মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী চম্পা।

নওশাবা বাংলানিউজকে বলেছেন, ‘সাহিত্যনির্ভর কাজগুলো বরাবরই উপভোগ করি। প্রিয় কবিতার কোনো চরিত্রে নিজেকে দেখতে কার না ভালো লাগবে! আমার বিশ্বাস এই ছবিটি সবার নজর কাড়বে। ’

৭-৯ আগস্ট মানিকগঞ্জ ওপুবাইলের বিভিন্ন স্থানে এ ‘কবর’-এর দৃশ্যধারণ হয়েছে। তারিক আনাম খান, চম্পা ও নওশাবার পাশাপাশি এতে আরও আছেন সাদিয়া রায়হান, মাহি বি, মৃনাল, সুমি প্রমুখ। ঈদুল আযহার পর ছবিটি মুক্তি দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।