ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

ফুটবল

সাফ থেকে পদত্যাগ করলেন হেলাল

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
সাফ থেকে পদত্যাগ করলেন হেলাল আনোয়ারুল হক হেলাল

দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা সাফের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন আনোয়ারুল হক হেলাল। এই বছরের শুরুতে নতুন করে চুক্তি নবায়ন হয়েছিল।

তবে হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ১লা এপ্রিল থেকে এই পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

ব্যক্তিগত কারণেই সাফের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন বলে বাংলানিউজটোয়েন্টিফোরকে জানিয়েছেন তিনি। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ' ব্যক্তিগত কারণে আমি সাফের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি। পহেলা এপ্রিল থেকে এই পদত্যাগ কার্যকর হবে। ' এর বেশি কিছু এখন তিনি বলতে চাননি।  

বিগত সময়ে সাফে সাধারণ সম্পাদক পদটি ছিল নির্বাচিত। ২০১৪ সাল থেকে সাফে বেতনভুক্ত সাধারণ সম্পাদক প্রথা শুরু হয়। বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল গত এক দশক সাফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।