ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ফুটবল

বৈরি আবহাওয়ার কারণে রিয়ালের ফ্লাইট বিলম্ব, বাতিল প্রাক-ম্যাচ কার্যক্রম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, জুলাই ৯, ২০২৫
বৈরি আবহাওয়ার কারণে রিয়ালের ফ্লাইট বিলম্ব, বাতিল প্রাক-ম্যাচ কার্যক্রম ছবি: সংগৃহীত

আবহাওয়াজনিত কারণে ফ্লাইট বিলম্ব হওয়ায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে নির্ধারিত মিডিয়া কার্যক্রমে অংশ নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ম্যাচের আগের দিন এমন ঘটনার শিকার হয় ক্লাবটি।

মায়ামি ও নিউইয়র্ক অঞ্চলে ঝড়ের কারণে রিয়ালের নির্ধারিত ফ্লাইট এক ঘণ্টা দেরিতে ছাড়ে। মায়ামিতে অনুশীলন ক্যাম্প শেষ করে স্থানীয় সময় বিকেল ৪টায় নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করার কথা ছিল দলটির, তবে আবহাওয়ার কারণে ফ্লাইট ছাড়তে দেরি হয়।

ফলে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতাটায় কোচ জাবি আলোনসোর সংবাদ সম্মেলন এবং ৭টা ৪৫মিনিটে থিবো কোর্তোয়া, ফেদে ভালভার্দে ও জ্যাকব রামনের সাক্ষাৎকার পর্ব বাতিল করা হয়।

শুরুর দিকে ফিফা সংবাদ সম্মেলনের সময় পিছিয়ে সোয়া আটটায় নির্ধারণ করলেও পরে জানিয়ে দেওয়া হয়, ওই দিন রিয়ালের কোনো মিডিয়া কার্যক্রমই হবে না। ফুটবল বিষয়ক সংবামাধ্যম দ্য অ্যাথলেটিক স্থানীয় সময় ৭টা ২৮ মিনিটে রিয়াল সূত্র থেকে জানতে পারে, দলটি তখনও বিমানে অবস্থান করছে। এর মাত্র ছয় মিনিট পর ফিফা সব কার্যক্রম বাতিলের ঘোষণা দেয়। রিয়ালের ফ্লাইট অবশেষে রাত ৮টা ৫২ মিনিটে নিরাপদে অবতরণ করে।

সংবাদ সম্মেলনে অনুপস্থিতির খবর শুনে বিস্ময় প্রকাশ করেন পিএসজি কোচ লুইস এনরিকে। দ্য অ্যাথলেটিককে তিনি বলেন, ‘সে আসছে না?! সত্যিই?! আমার কোনো সমস্যা নেই, আমি ফ্লাইটের বিষয়টি জানতাম না। আশা করি, তারা ঠিকভাবে পৌঁছেছে। ’

প্রথমে কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে নিউইয়র্কেই থাকার পরিকল্পনা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে তারা ফিরে যায় ফ্লোরিডার পাম বিচে, যেখানে তারা টুর্নামেন্ট চলাকালীন বড় অঙ্কের বিনিয়োগ করেছে অনুশীলন ক্যাম্পে।

তবে ফিফার ক্লাব বিশ্বকাপ নীতিমালা অনুযায়ী, অংশগ্রহণকারী ক্লাবগুলোর মিডিয়া কার্যক্রমে অংশ নেওয়া বাধ্যতামূলক। বিধিমালার ৪.৩ (ই) ধারা অনুসারে, ক্লাবগুলোকে সব মিডিয়া কনফারেন্স ও ফিফার নির্ধারিত অন্যান্য মিডিয়া কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। আর ৪.৫ ধারা অনুযায়ী, খেলোয়াড় ও কর্মকর্তাদের সব ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম ও ইভেন্টে উপস্থিত থাকতে হবে।

ফিফা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, রিয়াল মাদ্রিদের এক মুখপাত্র জানিয়েছেন, নির্ধারিত দায়িত্ব পালন না করায় তারা কোনো জরিমানা বা শাস্তির শঙ্কা দেখছেন না।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।