ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ফুটবল

শেষ প্রস্তুতি ম্যাচে নেইমারদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, জুলাই ৩১, ২০১৬
শেষ প্রস্তুতি ম্যাচে নেইমারদের জয় ছবি:সংগৃহীত

ঢাকা: আসছে ঘরের মাঠে অলিম্পিককে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল ব্রাজিল। ডোউরাডা স্টেডিয়ামে রোববারের ম্যাচে জাপানকে ২-০ গোলে হারালো নেইমাররা।

দলের হয়ে একটি করে গোল করেন গ্যাব্রিয়েল ও মার্কুইনহোস।

নিজেদের ইতিহাসে প্রথম স্বর্ণ পদক জিততে এবারের আসরে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। যেখানে ব্রাসিলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেকাওরা। আর গ্রুপ ‘এ’তে দলটি ইরাক ও ডেনমার্কের বিপক্ষেও খেলবে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এখন পর্যন্ত অলিম্পিকেই শিরোপা জিততে পারেনি। এর আগে তিনবার তাদের রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। সর্বশেষ লন্ডন অলিম্পিকের ফাইনালে মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলে হেরেছিল নেইমাররা।

অলিম্পিক আসরে ফুটবলে ১৬ দলের খেলা হয়। যেখানে প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে।

এবারের ঘরের মাঠে রিও অলিম্পিকে সবচেয়ে বড় তারকা বার্সেলোনা স্ট্রাইকার নেইমার। যদিও অলিম্পিকে খেলা হয় অনুর্ধ্ব-২৩ দল নিয়ে। তবে প্রতিটি দলে তিন জন ফুটবলার বেশি বয়সের থাকতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।