ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আশাহত মারুফুল, সন্তুষ্ট লাডি বাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
আশাহত মারুফুল, সন্তুষ্ট লাডি বাবা ছবি: অনিক খান

রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: টানা হারে আশাহত হয়েছেন দেশের ঘরোয়া ফুটবলের জায়ান্ট ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের দেশসেরা কোচ মারুফুল হক। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যর্থতার জন্য তিনি নিজেকে এবং খেলোয়াড়দেরকেই দায়ী করেছেন।

চট্টগ্রাম পর্বে তিন ম্যাচে জয়হীন শেখ রাসেল এ ম্যাচে ২-০ গোলে হেরেছে।

এদিকে, ফেনী সকার ক্লাবের নাইজেরিয়ান কোচ লাডি বাবা লোলা সন্তুষ্ট তার শিষ্যদের পারফরম্যান্সে। তার ভাষ্যে, ভাল খেলেই জিতেছে তার শিষ্যরা।

শনিবার (০৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফেনী সকার ক্লাবের ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে দেশি ও বিদেশি দু’ কোচ আলাদাভাবে নিজেদের এমন মন্তব্য প্রকাশ করেন।

দুর্দান্ত খেলেও ম্যাচ জিততে না পারার কারণ সম্পর্কে দেশের ঐতিহ্যবাহী ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হক জানান, ‘এখন আর চ্যাম্পিয়নশিপের জন্য খেলা সম্ভব না। সম্মানজনক একটি পজিশনের জন্যই এখন আমাদের লড়তে হবে। কারণ বাকি ১৮ টি ম্যাচে পূর্ণ পয়েন্ট নেয়া সম্ভব না। ’

মারুফুল হক আরও বলেন, ‘আমরা পুরো খেলায় ডিফেন্সিভ ভুল করেছি বেশি। খেলোয়াড়দের মাঝে অভিজ্ঞতার অভাবই প্রকট হয়ে উঠেছে। বিদেশি খেলোয়াড় ফিকরুও পুরোপুরি ফিট না। এ ব্যর্থতার দায়ভার কোচ ও খেলোয়াড়দেরই। নাসির, জামাল ভূঁইয়া ছাড়া আমাদের দলে নিয়মিত পারফর্ম করা খেলোয়াড় নেই। অনেক খেলোয়াড়ই নিজেদের ছায়ার সঙ্গে লড়াই করছে। আমরা যে টিম গড়তে চেয়েছিলাম সেটি পারিনি। এখনকার খেলোয়াড়রা চ্যাম্পিয়ন ফাইট দেবার মতো না। ’

তীব্র মনোকষ্ট নিয়ে তিনি যোগ করেন, ‘আমার প্রতি ক্লাব অফিশিয়ালদের আস্থা ছিল। অতীতে আমার কোচিং ক্যারিয়ারে টানা ৩টি ম্যাচ কখনোই হারিনি। এবারই প্রথম টানা চার ম্যাচে হেরেছি। ’

পদত্যাগের বিষয়ে এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদত্যাগের কোনো চিন্তা-ভাবনা আমার নেই। ’

মারুফুল হকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন ফেনী সকারের নাইজেরিয়ান কোচ লাডি বাবা লোলা। এক সময় তিনি ঢাকার ঘরোয়া ফুটবলে মোহামেডানের হয়ে খেলেছেন। তিনি বলেন, ‘শেখ রাসেলকে হারিয়ে আমরা সন্তুষ্ট। প্রথম থেকেই আমরা গোল করতে চেয়েছিলাম। পুরো ম্যাচে আমরা ভালো খেলেছি এবং প্রচুর কাউন্টার অ্যাটাক করেছি। আমরা আরও অনেক সুযোগ পেয়েছিলাম। সেগুলো কাজে লাগাতে পারলে আরো গোল হতো। ’

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৬
এমএএএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।