ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোচের বদলে উত্তর ম্যানেজারের, প্রশ্ন এড়ালেন মোহামেডান কোচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
কোচের বদলে উত্তর ম্যানেজারের, প্রশ্ন এড়ালেন মোহামেডান কোচ ছবি: অনিক খান

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ময়মনসিংহ পর্বের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ টিম বিজেএমসি’র বিরুদ্ধে টপ ফেভারিট হয়েই মাঠে নেমেছিল মোহামেডান। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েও গিয়েছিল তারা।

কিন্তু শেষ পর্যন্ত তাদের ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে। আর এসব বিষয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নই কৌশলে এড়িয়ে গেলেন মোহামেডানের কোচ জসিম উদ্দিন।

আর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে মোটেও যুৎসই প্রস্তুতি নিয়ে আসেননি বিজেএমসি’র কোচ মি: নম্র মারমা। দু’এক কথা বলার পর তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন ম্যানেজার আরিফুল হক চৌধুরী নিয়ন।

রোববার (০৭ আগস্ট) বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে প্রথমেই হাজির হন বিজেএমসি’র কোচ নম্র মারমা। তিনি বলেন, ‘ময়মনসিংহে আমাদের প্রথম ম্যাচ এটি। পরিশ্রম করে আমরা খেলেছি। প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে এনেছি। ’

এ কোচ আরও বলেন, ‘জয়ের আশাতেই মাঠে নেমেছিলাম। কিন্তু আমাদের ভাগ্য খারাপ। এ কারণেই জিততে পারিনি। ’ ডাগআউটে কোচদের দাঁড়ানোর কথা থাকলেও নম্র মারমাকে দেখা যায়নি এদিন। এ নিয়ে প্রশ্ন উঠলে তার বদলে জবাব দেন পাশেই বসা ম্যানেজার আরিফুল হক চৌধুরী নিয়ন।

তিনি বলেন, কোচ উচ্চ রক্তচাপে ভুগছেন। তবে মাঠে যা কিছু হয়েছে সব তার পরামর্শেই হয়েছে। ’ এ যাত্রায় ওই কোচ জানান, ‘চারটি ম্যাচেই খেলোয়াড়দের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। ’ আর বাস্তবে নয় মোহামেডানকে কাগজে-কলমেই বড় দল বলে মনে করেন ম্যানেজার আরিফ।

এরপর কথা বলতে আসেন মোহামেডানের কোচ জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা অনেক ভুল করেছে। তাদের ভুল কমাতে হবে। শুরু থেকেই গোল না খেতে আমাদের চেষ্টা ছিল। কিন্তু এ যাত্রাতেও খেলোয়াড়রা মাঠে সিদ্ধান্ত নিতে ভুল করেছে। তারা পাওয়া সুযোগকে কাজে লাগাতে পারেনি। ’

চার ম্যাচে একটি ম্যাচও জিততে পারেননি, এ দুরাবস্থার জন্য দায়ী কে? এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। তিনি জানান, ‘সংবাদ সম্মেলনে শুধু মাঠের বিষয় নিয়ে কথা বলবো। এ প্রশ্নের জবাব দেয়ার জায়গা এটি নয়। মাঠের খেলা নিয়েই এখানে কথা বলতে চাই। ’  

মোহামেডানের কোচ কাঙ্খিত ফুটবল উপহার দিতে না পারায় ময়মনসিংহের দর্শকদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগষ্ট ০৭, ২০১৬
এমএএএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।