আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক গোষ্ঠী ‘বারা ব্রাভা’র জন্যই শুধু এই নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বকাপের আয়োজক কমিটি। ফুটবল মাঠে সমর্থক হিসেবে বারা ব্রাভাদের সুখ্যাতির চেয়ে কুখ্যাতিটাই বেশি।
১৯৫০ সালে আর্জেন্টিনায় বারা ব্রাভা সংগঠনটি গড়ে ওঠে। ইউরোপের চরমপন্থি সমর্থক সংগঠনের আদলে গড়ে ওঠা সংগঠনটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে লাতিন আমেরিকার অন্য দেশেও।
মাঠে আর্জেন্টিনার খেলা চলছে আর গ্যালারিতে এই সমর্থক গোষ্ঠী ঝামেলা করেনি এমন ইতিহাস খুব কমই আছে। হাতাহাতি-মারামারি এমনকি মাঠে বোমা-পটকাও ফাটায় এরা!
প্রায় প্রতি বিশ্বকাপেই এই ব্রাভাদের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) কাছে অভিযোগ আসে। তাই বিরক্ত হয়েই এবার আয়োজক রাশিয়াকে একদম তিন হাজার সমর্থকের একটি তালিকা পাঠিয়ে দিয়েছে এএফএ।
তালিকায় নাম থাকা বারা ব্রাভারা মাঠে ঢুকতে পারবে না। পাশাপাশি আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে ছয়জন প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে বারা ব্রাভারা যেন কাউকে ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়তে না পারে, সেদিকে চোখ রাখার জন্য।
বাংলাদেশ সময়: ১৬৪৮, মে ১০, ২০১৮
এমকেএম/এমজেএফ