ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৯ হাজার ৬৩৮

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৯ হাজার ৬৩৮

বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৯ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে। সোমবার ভূমিকম্পটি আঘাত হানে।

বুধবার তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, দেশটিতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৮ জনে।

তবে সিরিয়ায় নিহত কত, তা নির্ণয় করা কঠিন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ও উদ্ধারকারী দল বলছে, নিহত হয়েছেন কমপক্ষে দুই হাজার ৫৩০ জন।

সোমবার ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর দুপুরে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।

এদিকে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে আঘাত হানা অঞ্চল পরিদর্শন করবেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এই খবর জানিয়েছে।  

আনাদুলো বলছে, এরদোয়ান কাহরামানমারাস শহর পরিদর্শনের পর পাজারচিক জেলা পরিদর্শন করবেন। এরপর তিনি হাতায়ের উদ্দেশে যাবেন।  

কয়েক হাজার উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজে অংশ নিয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে যাচ্ছে।

ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।