ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মন্ত্রীসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, জুন ১০, ২০১২
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মন্ত্রীসহ নিহত ৬

ঢাকা: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী জর্জ সাইতোতি নিহত হয়েছেন। রোববারের এ দুর্ঘটনায় উপমন্ত্রী ওরোয়া ওজোদেসহ আরো ছয় জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কেনিয়ার স্থানীয় গণমাধ্যম।



সরকারের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী রাইলা অদিঙ্গা নিরাপত্তা মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছে, ‘আমরা মন্ত্রিপরিষদের একজন সদস্য তার সহাকারী, তাদের দেহরক্ষী এবং বিমানের পাইলটদের হারিয়েছি। ’

পুলিশের সূত্রটি আরো জানায়, রাজধানী নাইরোবির পশ্চিমে এনগং পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কেনিয়ার সংসদ সদস্য নাজিব বালালা প্রেসিডেন্ট মুয়াই কিবাকির কার্যালয়ের বরাত দিয়ে টুইটারে এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনিও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ উল্লেখ করেননি।

প্রধানমন্ত্রী অদিঙ্গা বলেছেন, এ ঘটনার ব্যাপারে তদন্ত করা হবে এবং শিগগির মন্ত্রিপরিষদের বিশেষ অধিবেশন ডাকা হবে।

মন্ত্রী সাইতোতি সাবেক প্রেসিডেন্ট দানিয়েল আরাপ মোইয়ের সময় দীর্ঘ দিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট মুয়াই কিবাকি সরকারের মিত্র হিসেবে সোমালি জঙ্গি গ্রুপ আল শাবাবের একজন বড় সমালোচক তিনি।

গত বছরের অক্টোবর থেকে কেনিয়া সোমালিয়ার মধ্যাঞ্চলে শাবাবের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করছে।

সাইতোতি সন্দেহভাজন শাবাব হামলার সরেজমিন পরিদর্শনের জন্য কেনিয়াতে বহুবার গেছেন। শাবাব গ্রুপকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

রাজনীতিক হিসেবে কেনিয়াতে সাইতোতির ব্যাপক প্রভাব রয়েছে। ওয়াকিবহালরা মনে করছেন, কেনিয়ার মানুষ তার মৃত্যুর খবর জানতে পারলে এটাকে দুর্ঘটনা বলে কেউ সহজে বিশ্বাস করবে না।

রাজনীতিতে শক্তিশালী অবস্থানের কারণে অনেকে একে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে সন্দেহ করাও বিচিত্র নয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।