ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জোট সরকারের দিকে যাচ্ছে কিরগিজস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
জোট সরকারের দিকে যাচ্ছে কিরগিজস্তান

বিশকেক: নতুন সংবিধানের অধীনে অনুষ্ঠিত কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে জাতীয়তাবাদীরা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তকে কোনো পক্ষই সংখ্যাগরিষ্টতা পাবে না।

  সোমবার পর্যন্ত ভোট গণনায় ধারণা করা হচ্ছে দেশটিতে জোট সরকার গঠিত হতে যাচ্ছে।

অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচনে পাঁচটি প্রধান দলের মধ্যে জোট গঠনের সম্ভাবনা রয়েছে।

পুনরায় সহিংসতা ছড়িয়ে পড়ার হুমকি সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা দৃঢ়তার সঙ্গে নির্বাচন থেকে পিছিয়ে আসতে অস্বীকার করেন। নির্বাচনের মধ্য দিয়ে সাবেক সোভিয়েত রাষ্ট্রের ইতিহাসে নতুন দিনের সূচনা করেছে বলে তিনি প্রশংসা করেন ।

সোমবার ওতুনবায়েভা বলেন, ‘গত ২০ বছর ধরে আমরা এরকম নির্বাচনের সঙ্গে পরিচিত নই। ’

জাতীয়তাবাদী এতা-ঝুর্ত দল শেষ মুহুর্তের গণনায় ৮ দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। সোশ্যাল ডেমোক্রাটিক পার্টি পেয়েছে ৭ দশমিক ৯৭ শতাংশ ভোট। এছাড়া মস্কোপন্থী আর-নামিস ৭ দশমিক ১১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এর নেতৃত্বে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ফেলিক্স কুলোভ।

চলতি বছরের এপ্রিলে একটি অভুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভকে মতাচ্যুত করা হয়। এরপর পুরো দেশে জাতিগত দ্বন্দ্ব সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে শত শত মানুষ নিহত হয়। মধ্য এশিয়ার প্রথম দেশ হিসেবে কিরগিজস্তানে গণভোটের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।