মহাবালিপুরম: আগামী পাঁচ বছরে ভারতের পরামাণু চুল্লির সংখ্যা দাঁড়াবে ২৫-এ। রোববার একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা এ তথ্য জানান।
ভারতের পরমাণু শক্তি কর্পোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস কে জৈন বলেন, এ মুহূর্তে ভারতে ১৯টি পরমাণু চুল্লি চালু রয়েছে।
এছাড়া কয়েক মাসের মধ্যে চারটি চুল্লি নতুন করে পুনর্নির্মাণ করা হবে।
জৈন বলেন, গুজরাটের কাকড়াপুর ও রাজস্থানে নতুন দুটি চুল্লি নির্মাণ করা হবে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
এসআইএস/আরআর