সান হোসে: দুই মাসের বেশি সময় ধরে আটকে থাকা ৩৩ জন খনি শ্রমিককেই মুক্ত করে আনা হয়েছে। লুইস উরসুয়াকে (৫৪) উদ্ধারের মধ্যে দিয়ে উদ্ধার অভিযানের সমাপ্ত হয়েছে।
উরসুয়াকে উদ্ধার করার পর চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা তাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তিনি খুব ভালো একজন নেতা। আমরা তাদের প্রত্যেককে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। ’
উরসুয়া তার প্রতিক্রিয়ায় উদ্ধার তৎপরতার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। প্রেসিডেন্টকে বলেন, ‘তোমরা যে কাজ করেছ তার জন্য আমি গর্ববোধ করছি। ’
এদিকে, উদ্ধার করা ৩৩ শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এদের সবার দাঁতে সংক্রমণ ও চোখে সমস্যা হয়েছে। একজনের ফুসফুসে প্রদাহ হচ্ছে, তবে তার অবস্থা গুরুতর নয়।
স্বাস্থ্যমন্ত্রী হাইমে মানালিচ বলেন, খনিশ্রমিকদের শারীরিক অবস্থা যেমন ধারণা করা হয়েছিল তার থেকে অনেক ভালো অবস্থায় রয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০