ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় সেনার গুলিতে কাশ্মীরে তিন জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০
ভারতীয় সেনার গুলিতে কাশ্মীরে তিন জঙ্গি নিহত

শ্রীনগর: কাশ্মীরে তিন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছেন ভারতীয় নিরাপত্তা বাহিনী। পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

 

ভারতীয় শাসনের বিরুদ্ধে মাসব্যাপী চলা রক্তক্ষয়ী বিদ্রোহে এ পর্যন্ত শতাধিক লোক নিহত হয়েছেন।

কাশ্মীরের দক্ষিণাঞ্চলের শোপিয়ান শহরে বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলাকালে সন্দেহভাজন এ তিন জঙ্গি নিহত হন। নিহত জঙ্গিরা এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী হিজবুল্লাহ মুজাহিদিন জঙ্গি দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ‘সংঘাত চলাকালে তারা যে বাড়িতে লুকিয়ে ছিলো, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ’

মুসলিম অধ্যুষিত কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহের কারণে এ পর্যন্ত ৪৭ হাজার মানুষ নিহত হন বলে কর্মকর্তারা জানান।

কাশ্মীরের এ বিদ্রোহীদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে পাকিস্তান এমন অভিযোগ রয়েছে ভারতের। কিন্তু বরাবরই এ অভিযোগ নাকচ করে আসছে পাকিস্তান।  

পুলিশের কাঁদানে গ্যাসের আঘাতে ১৭ বছরের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর চলতি বছরের জুন থেকে কাশ্মীরে কারফিউ ও ধর্মঘট চলছে। এর পর থেকে ওই অঞ্চলে এ পর্যন্ত ১১০ জন বিদ্রোহী ও পথচারী নিহত হন।
 
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।