ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত যুক্তরাষ্ট্রের প্রধান সন্ত্রাসবাদবিরোধী অংশীদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
ভারত যুক্তরাষ্ট্রের প্রধান সন্ত্রাসবাদবিরোধী অংশীদার

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সন্ত্রাসবাদবিরোধী অংশীদার নয়াদিল্লি। আগামী সপ্তাহে ভারতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকে সামনে রেখে এ মন্তব্য করেছে হোয়াইট হাউস।



মার্কিন প্রেসিডেন্টের হোমল্যান্ড সিকিউরিটি ও সন্ত্রাসবাদবিরোধী সহযোগী জন ব্রেনান বলেন, ‘ভারতীয় সরকার আমাদের অন্যতম প্রধান সন্ত্রাসবাদবিরোধী (সিটি) অংশীদার। ’

মার্কিন পণ্যবাহী বিমানে সন্ত্রাসী হামলার হুমকির বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি বলেন, ‘মার্কিন সরকার প্রতিনিয়তই ভারত সরকারের সঙ্গে তথ্য আদান প্রদান করে আসছে। ’  

এদিকে ডেভিড কোলম্যান হেডলির বিষয়টি উল্লেখ করে জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক অ্যানিস গোয়েল বলেন, ‘হেডলির বিষয়টি থেকেই প্রমাণিত হয় যে ইন্দো-মার্কিন সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার বিষয়টি গত কয়েক বছরের অনেক উন্নত হয়েছে। ’

এ বিষয়ে জাতীয় নিরাপত্তা সহকারী পরামর্শক বেন রোডস চলতি সপ্তাহে সাংবাদিকদের বলেন, ‘এখানে শুধু তথ্য বিনিময়ের বিষয়টিই জড়িত নয়। বরং একইসঙ্গে এটা আমাদের সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতারও একটি সঙ্কেত। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।