ফিলাডেলফিয়া: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার একটি র্যালির সামনে সম্পূর্ণ দিগম্বর হয়ে দৌড়েছেন এক তরুণ জুয়াড়ি।
২৪ বছর বয়সী হুয়ান রদ্রিগেজ এ নিয়ে ব্রিটিশ একজন ধনকুবেরের সঙ্গে বাজি ধরেছিলেন।
ব্রিটেনের ধনকুবের আলকি ডেভিড (৪২) টিভি চ্যানেল ও কমিউনিটি ওয়েবসাইটে এই বাজি ধরেন। কেউ যদি ওবামার সামনে বিবস্ত্র অবস্থায় দৌড়ে যেতে পারেন তবে তাকে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন তিনি।
ফিলাপডেলফিয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রাট দলের র্যালি চলছিলো হুয়ান রদ্রিগেসকে রোববার সন্ধ্যায় আটক করে পুলিশ।
নিউইয়র্ক টাইমস পত্রিকাকে ডেভিড বলেন, হুয়ানই প্রথম ব্যক্তি যিনি এরকম চেষ্টা প্রথম করেছেন। আমি এখনো জানি না তিনি সফল কিনা। যদি তিনি এটা করে থাকেন, তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।
তিনি বলেন, ‘আমি নিয়মকানুন সম্পর্কে বেশ স্বচ্ছ। রদ্রিগেস এটা করেছে এর শক্ত প্রমাণের পাওয়ার অপেক্ষায় আছি। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৮, অক্টোবর ১২, ২০১০