মেডিসন: নারী ও পুরুষ উভয়ই সমানভাবে গণিতে পারঙ্গম। এ বিষয়ে তাদের মাথা একই গতিতে কাজ করে।
তবে প্রচলিত ধারণা হচ্ছে, পিতামাতা-অভিভাবক ও শিক্ষকরা মনে করেন, গণিতে মেয়েদের তুলনায় ছেলেদের মাথা ভালো
উইসকন্সিন-মেডিসন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান এবং নারী শিক্ষা বিভাগের অধ্যাপক জ্যানেট হাইড জানান, বৃহৎ এই বিশ্লেষণটা ২৪২টা প্রবন্ধের ওপর ধারাবাহিক পর্যবেণের পর পাওয়া গেছে। এতে ১৯৯০ থেকে ২০০৭ সাল পর্যন্ত গণিতের দতার ওপর মূল্যায়ন করা হয়।
হাইড ও তার সহকর্মীরা শিক্ষার্থীদের স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রাপ্ত গ্রেড পর্যবেণ করেছেন। দ্বিতীয় ভাগে কতিপয় বড় ও দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক পড়াশুনা বা শিান্নোয়নে জাতীয় মূল্যায়ন প্রভৃতি বিষয়েও নিরীক্ষা করেছেন।
বিশাল আয়তনের এই বিশ্লেষণটা সাইকোলোজিক্যাল বুলেটিন নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে, গণিতের পারঙ্গমতার ক্ষেত্রে উভয় লিঙ্গে মধ্যে পার্থক্য এতোই কম যে তা অর্থহীন।
এরপরও শিক্ষক বা পিতামাতারা তাদের মেয়েদের গণিতনির্ভর বিজ্ঞানের বিষয়গুলো ও প্রকৌশলবিদ্যায় পড়াশুনা করার নির্দেশ দেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০