জোহানেসবার্গ: বিশ্বব্যাপী যক্ষ্মার চিকিৎসায় তহবিলে অর্থ বরাদ্দ বাড়ানো না গেলে আগামী পাঁচ বছরে শুধু এ রোগে এক কোটি মানুষ মারা যাবে আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্টপ টিবি পার্টনারশিপ নামের প্রতিষ্ঠান এই সতর্কবার্ত জানিয়েছে।
স্টপ টিবি পার্টনারশিপের সঙ্গে বিভিন্ন সরকার, অলাভজনক সংস্থা, কোম্পানি ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন রয়েছে। প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে, এ মুহূর্ত ২০১৫ সালের মধ্যে ৫০ লাখ মানুষের জীবন বাঁচাতে ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা প্রয়োজন। এদের মধ্যে ২০ লাখ নারী ও শিশু রয়েছে।
প্রতি বছর পৃথিবীতে ৯০ লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়। এদের মধ্যে এশিয়ায় ৫৫ শতাংশ, আফ্রিকায় ৩০ শতাংশ আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে প্রতিবছর ২০ লাখ মানুষ প্রাণ হারান।
পরবর্তী পাঁচ বছরে ৫০ লাখ মানুষের জীবন রক্ষার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সংস্থাটি জানায়, পূর্ণ তহবিল গঠন করা না গেলে এই রোগের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০