ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্তানের নাম রাখা হয়েছে হোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
সন্তানের নাম রাখা হয়েছে হোপ

কোপিয়াপো: এক মেয়ে সন্তানের বাবা হয়েছেন চিলির খনিতে আটকে পড়া ৩৩ জন শ্রমিকদের একজন। আর দুই মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা এ শ্রমিকদের উদ্ধারের আশা নিয়ে নবজাত এ সন্তানের নাম রাখা হয়েছে ‘এসপেরানসা’।



স্প্যানিশ ভাষার এ নামের ইংরেজি অর্থ ‘হোপ’। বাংলায় আমরা যাকে বলি ‘আশা’।  

একজন বাবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ঘটনা থেকে বঞ্চিত না করতে সন্তান জন্মদানের পুরো ঘটনাটি ধারণ করে মাটির নিচে অধীর আগ্রহে অপেক্ষমান বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।  


বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।