সুভা: স্বাধীনতার ঐতিহাসিক নথিপত্র হারিয়ে ফেলেছে ফিজি। ১৯৭০ সালে দেশটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
ওই গণমাধ্যমে প্রচার করা হয়, সরকারি সংগ্রহশালার প্রধান সালেসিয়া ইকানিওয়াই জানান, ফিজির সংবিধানের ভিত্তিস্বরূপ স্বাধীনতা ঘোষণাপত্র পাঁচ বছর আগেই খোয়া গেছে।
তিনি বলেন, সরকারি কমকর্তারা হন্যে হয়ে নথিপত্র খুঁজেছেন ও সরকারের বিভিন্ন দপ্তরে ব্যর্থ চেষ্টা করেছেন। স্বাধীনতার এই দলিলটি ১৯৭০ সালে ব্রিটেনের প্রিন্স চার্লস ফিজির তৎকালীন সরকারের হাতে তুলে দেন।
ইকানিওয়াই জানান, স্বাধীনতা ঘোষণা নামের দলিলটির একটি ফটোকপির জন্য শেষ পর্যন্ত ব্রিটেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
গত ১০ অক্টোবর ফিজি স্বাধীনতার ৪০ বছর পূর্তি উৎসব করেছে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০