মস্কো: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বৃহস্পতিবার মস্কোয় পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে দ্বিপীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন তিনি।
এ মুহূর্তে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের মস্কোর বাসভবন গোর্কিতে রয়েছেন।
শুক্রবার এই দুই নেতা ক্রেমলিনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন। এতে দেশ দুটির প্রতিনিধিরাও অংশ নেবেন।
শ্যাভেজের আন্তর্জাতিক সফরের অংশ এটি। এরপর তিনি বেলারুস, ইউক্রেন ও ইরানে সফর করবেন।
২০০৯ সালের সেপ্টেম্বরে তিনি সর্বশেষ রাশিয়া সফর করেন। তিনি সেসময় মস্কোর অনুসরণে সদ্য স্বাধীন হওয়া দণি ওসেশিয়া ও আবখাজিয়াকে স্বীকৃতি দেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০