জেরুজালেম: পূর্ব জেরুজালেমে ইহুদিদের জন্য নতুন করে আরও ২৩৮টি বাড়ি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল।
ইসরায়েলের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফিলিস্তিন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার রাতে পিসগাত জিভ ও রামোত অঞ্চলের পাশে নতুন করে বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেন।
এদিকে, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসরায়েল আবারও দুই পক্ষের শান্তি আলোচনা শুরুর সব সুযোগ নষ্ট করেছে বলে ফিলিস্তিনের শান্তি আলোচনার প্রধান সায়েব ইরাকাত জানান।
তিনি বলেন, ‘এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসরায়েল শান্তি আলোচনা শুরুর সব সম্ভবনা নষ্ট করেছে। তাই আমরা মার্কিন প্রশাসনকে জানিয়েছি, আলোচনার ব্যর্থতার দায়ভার ইসরায়েলের। ’
বসতিস্থাপন নিয়ে দু’পক্ষের বিরোধের কারণে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আলোচনা বার বার বাধাগ্রস্ত হয়।
বার্তাসংস্থা এএফপি’র অনুরোধ সত্ত্বেও এ প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানায় ইসরায়েলের গৃহায়ণ মন্ত্রণালয়।
এ ধরনের কোনো পরিকল্পনা সম্পর্কে জানেন না বলে এ বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানাতে ব্যর্থ হন নেতানিয়াহু’র মুখপাত্র মার্ক রেজেভ।
এ পরিকল্পনা বিষয়ে অবগত থাকাসহ নেতানিয়াহু ওয়াশিংটনের সঙ্গে বিষয়টির সমন্বয় করছেন বলে উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তা জানান। ওই কর্মকর্তার বরাত দিয়ে শীর্ষ সংবাদপত্র ইয়েডিয়ট আহারোনট এ তথ্য জানায়।
সিদ্ধান্ত নিতে মার্কিন আবেদনের কথা উল্লেখ করে ইসরায়েলের সংসদের উচ্চপদস্থ মন্ত্রী সংবাদপত্রকে বলেন, ‘প্রতীকী এ সিদ্ধান্তটি নিতে অনেক সময় লেগেছে। ’
তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র অপেক্ষা করতে এবং সিদ্ধান্তের বিষয়টি কয়েক সপ্তাহ পিছিয়ে দিতে চাপ দিয়েছে। আমরাও তাদের সঙ্গে বিরোধে যেতে এবং খেলার নিয়ম ভাঙতে চাইনি। ’
ওয়াশিংটন এক সপ্তাহের জন্য এ সিদ্ধান্তের নিন্দা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল জেরুজালেম দখল করে এবং এর কিছুদিন পর থেকেই এখানে বসতি স্থাপন শুরু করে।
ফিলিস্তিনবাসীর কাছে এ বসতিস্থাপন ফিলিস্তিনকে স্থায়ী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় হুমকি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০