বেইজিং: চীনের হেনান প্রদেশের একটি কয়লা খনিতে শনিবার সকালে বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এখনো খনির অভ্যন্তরে আরও ১৭ জন আটকা পড়ে আছেন।
খনি কর্মকর্তার বরাত দিয়ে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শনিবার সকাল ৬টায় হানান প্রদেশের উয়োজু শহরের পিনগু কয়লা এবং বিদ্যুৎ কোম্পানির খনিতে বিস্ফোরণটি ঘটে।
কয়লা খনির নিরপত্তা ব্যুরোর কর্মকর্তা উয়ো একথা নিশ্চিত করেছেন।
জাতীয় নিরাপত্তা সংস্থা জানায়, খনিটিতে ২৭৬ জন শ্রমিক কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ২৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।
চীনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন দুই মাস আটক অবস্থা থেকে চিলির ৩৩ শ্রমিককে উদ্ধার করে আনা হলো।
চীনের কয়লা খনি বিশ্বের সবচেয়ে বিপদজনক। গতবছর খনি দুর্ঘটনায় দুই হাজার ৬০০জনের মৃত্যু হয়েছে।
চীনের পিপলস ডেইলি সংবাদ পত্রে বৃহস্পতিবার জানায়, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য চীনের একহাজার ৬০০ ছোট এবং অবৈধ কয়লা খনি এবছর বন্ধ করে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২১৫ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০