কোপিয়াপো: খনিতে যাওয়ার জন্য এখনই প্রস্তুত নয় উদ্ধার পাওয়া ৩৩ জন শ্রমিক। কর্তৃপ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
অ্যাতাকামার গভর্ণর জিমেনা মাতাস শুক্রবার বলেন, ‘আমাদের এ বিষয়টি মনে রাখা উচিত যে তারা মাত্রই বাড়ি ফিরছেন। তাদের এখন কিছু সময় নিরিবিলিতে থাকা প্রয়োজন। তাদের কারোই এখন সেখানে যেতে না চাওয়াটাই স্বাভাবিক। ’
এছাড়া এখনই সবার একত্রে খনি এলাকায় যাওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।
এদিকে উদ্ধার হওয়ার পর ওই ৩৩ জনের জন্য নতুন কাজ, সাাৎকারের জন্য অর্থের প্রস্তাবসহ বিভিন্ন প্রস্তাব আসছে।
তবে অনেক ধরনের আমন্ত্রণ ও সাাৎকারের জন্য বিশাল অর্থের প্রস্তাব সত্ত্বেও শ্রমিকরা এসব থেকে দূরে থাকছেন। এ বিষয়টিকে সমর্থন করছেন মনস্তাত্ত্বিক অ্যালবার্তো ইতুরা।
অ্যাতাকাম মরুভূমির খনির ৭০০ মিটার নিচে আটকে থাকার সময় শ্রমিকদের মানসিক সহযোগিতা দেন তিনি।
তিনি বলেন, ‘তাদের একা থাকতে দিন। তাদের এখন একা থাকা প্রয়োজন। ’
তবে দুইজন বাদে ৩১ জন হাসপাতাল ছেড়েছেন।
বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়া বলিভিয়ার কার্লোস মামানি বলেন, ‘আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। ’
মামানিকে বলিভিয়ায় বাড়ি ও স্থায়ী কাজের প্রস্তাব দেওয়া হয়েছে।
শ্রমিকদের মধ্যে ফ্রাঙ্কলিন লোবোস আগে চিলির আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল খেলোয়োড় ছিলেন। তাকে ফুটবল দলের কোচের প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়াও অন্যান্যদের টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তাব দেওয়াসহ মাদ্রিদ, তাইওয়ান ও ডোমিনিকান রিপাবলিকে ভ্রমণেরও প্রস্তাব দেওয়া হয়।
এদিকে খনিতে দুর্ঘটনা, শ্রমিকদের আটকে থাকা, উদ্ধার তৎপরতা এবং তাদের মুক্ত করে আনার পুরো প্রক্রিয়াটি নিয়ে এরইমধ্যে চলচ্চিত্রের পান্ডুলিপিও লিখা হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০