ব্রাসেল্স: বিশ্বে শান্তি ও নিরাপত্তার জন্য পাকিস্তনের গণতন্ত্র সমুন্নত থাকা অত্যন্ত জরুরি। ২৬ সদস্যের বিশ্ব ফোরাম ফ্রেন্ডস অব ডেমোক্রেটিক পাকিস্তান (এফওডিপি) শুক্রবার একথা জানায়।
এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দেশের মানুয়ের উন্নয়ন ও কল্যাণের জন্য টেকসই গণতন্ত্র আঞ্চলিক এবং বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এফওডিপি তৃতীয় মন্ত্রিসভার বৈঠক শেষে এই বিবৃতি দেওয়া হয়েছে।
বৈঠকে পাকিস্তানের বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার পন্থা নিয়ে আলোচনা হয়। ইউএশিয়া বার্তা সংস্থা এতথ্য জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি প্রধান ক্যাথরিন আস্তোন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরায়েশি ওই ফোরাম বৈঠকের আয়োজন করেন।
কুরায়েশি সাংবাদিকদের বলেন, আমরা যদি অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, জাতীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
সভায় পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জামার্নী , চীন, অস্ট্রেলিয়া, ইরান, ইতালি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, কোরিয়া, সৌদি আরব, স্পেন, সুইডেন, তুরস্ক কানাডা এবং ডেনমার্ক এফওডিপি ফোরামের সদস্য।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০