জেরুজালেম: মধ্যপ্রাচ্যে চলমান শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলে জঙ্গিবাদের উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
রোববার ইসরায়েলের সরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন।
অবশ্য একইসঙ্গে আব্বাস আশা করছেন শান্তি আলোচনায় অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্রের নেওয়া সফল হবে।
ছয় সপ্তাহ আগে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে প্রত্যক্ষ শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে ইসরায়েল বসতি স্থাপনের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়ে অচলাবস্থা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ফিলিস্তিন জানিয়েছে শান্তি আলোচনা অব্যাহত রাখতে ফিলিস্তিনের অধিকৃত ভূখন্ডে ইহুদি বসতি স্থাপন স্থগিত রাখতে হবে। ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০