ব্যাংকক: থাইল্যান্ডের উত্তরাঞ্চলে সোমবার বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে এর চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে রাজকীয় থাই বিমান বাহিনী।
যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন এয়ার ভাইস মার্শাল মন্টন সানচুকর্ন।
বিমানটি আরও তিনটি যুদ্ধবিমানের সঙ্গে নাখন সাওয়ান প্রদেশ থেকে চিয়াং মাই যাওয়ার সময় সকাল ১০টার দিকে রাজধানী ব্যাংককের উত্তরে বিধ্বস্ত হয় বলে জানান তিনি। এ ঘটনায় বিমানের চালক ফাইট লেফটেন্যান্ট থানিকর্ন লুয়েনগ্রুংওয়ালি নিহত হন।
মন্টন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। তবে সোমবার সকালে আবহাওয়া খারাপ ছিল বলে জানান তিনি।
এফ ১৬ বিমান রাজকীয় বিমান বাহিনীর মূল যুদ্ধ বিমান। এ ধরনের আরও ৩০টি বিমান রয়েছে থাই বিমান বাহিনীতে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০