ওয়াশিংটন: উইকিলিকস ওয়েবসাইটে প্রকাশিতব্য ইরাক যুদ্ধের গোপন দলিল গণমাধ্যমে প্রকাশ না করার আহবান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সোমবার পেন্টাগন এ আহবান জানায়।
উইকিলস চলতি মাসে কয়েক হাজার ইরাক যুদ্ধের গোপন দলিল প্রকাশের ঘোষণা দিয়েছে।
উকিলিকসের সম্পাদক জেলিয়ান অ্যাসানগে সোমবার আশা প্রকাশ করেছেন যে টুইটার পোস্টে এ তথ্য প্রমাণ প্রকাশ করা হবে। তথ্যগুলো একটি সিঙ্গেল টেবলয়েড ব্লগে থাকবে।
পেন্টাগনের মুখপাত্র মেরিন কর্পোরাল কর্নেল ডেভিড লেপান সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী এখনো নিশ্চিত না যে উইকিলিকস ইরাক যুদ্ধের দলিল প্রকাশের জন্য কোনো গণমাধ্যমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কি না। তবে চুরি করা তথ্য গণমাধ্যমের প্রকাশ করা উচিত না।
লেপন বলেন, উইকিরিকসের মতো একটি সংস্থা যা করছে তা সংবাদ মাধ্যমের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।
গত জুলাই মাসে উইকিলিকস আফগানিস্তানের যুদ্ধের ওপর ৭৭ হাজার পৃষ্ঠার সামরিক প্রতিবেদন প্রকাশ করে। পেন্টাগন জানায় তাদের কাছে ইরাক যুদ্ধের সামরিক তথ্যসম্বলিত চার লাখের ও বেশি দলিল রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ওয়েবসাইটটির ১২০ জন সদস্য এক সপ্তাহ ধরে যাচাই বাছাই করবে কোনটি তারা প্রকাশ করা হবে। পেন্টগণের কাছে এ তথ্য রয়েছে।
উইকিলিকস কিছুদিন আগেও সাধারণের কাছে অজানাই ছিল। বিশেষ করে ইরাকে একদল নিরস্ত্র লোকের ওপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের ভিডিও চিত্র প্রকাশের পর ওয়েবসাইটি সবার নজরে আসে।
বাংলাদেশ সময়: ০৫৫৩ঘণ্টা, অক্টোবর ১৯,২০১০