ইসলামাবাদ: পাকিস্তানের পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদের ১৪৮ জন সদস্যের পদ স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন।
সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়।
সোমবারের এই সিদ্ধান্তের ফলে আইনপ্রণেতারা পার্লামেন্টের অধিবেশনে যোগ দিতে পারবেন না বা ভোট দিতে পারবেন না। গত ১৫ অক্টোবর ছিলো সম্পদের হিসাব জমা দেওয়ার শেষ তারিখ।
আল জাজিরার সংবাদদাতা কামাল হায়দার ইসলামাবাদ থেকে জানাচ্ছেন, পদ স্থগিত হওয়াদের মধ্যে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য রয়েছেন।
তিনি বলেন, ‘পদক্ষেপটা যারপরনাই বিস্ময়ের সৃষ্টি করেছে। ’ কামাল জানান, সম্প্রতি নির্বাচন কমিশনও লক্ষ্য করেছে , নির্বাচিত সাংসদরা তাদের শিক্ষাসনদ নিয়েও জালিয়াতি করেছেন।
তিনি আরও বলেন, ‘আমাদের বলা হয়েছে, ৪০০-র বেশি সাংসদ সন্দেহের তালিকায় রয়েছেন। অনেক সাংসদ কমিশনে ভুয়া বা জাল সনদ জমা দিয়েছেন। ’
নির্বাচনের মুখপাত্র আফজাল খান জানান, যারা প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিয়েছেন তাদের সদস্যপদ পুনর্বহাল করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০