ইসলামাবাদ: পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির জাতীয় ও প্রাদেশিক পার্লামেন্ট থেকে ১৪৮ জন সংসদ সদস্যকে সোমবার বহিষ্কারের ঘোষণা দিয়েছেন।
সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে এ পদপে নেওয়া হয়।
সোমবারের এই সিদ্ধান্তের ফলে আইনপ্রণেতারা পার্লামেন্টের বৈঠকে অংশ নিতে পারবেন না বা ভোট দিতে পারবেন না। গত ১৫ অক্টোবর ছিলো সম্পদের হিসাব জমা দেওয়ার শেষ তারিখ।
আল জাজিরার সংবাদদাতা কামাল হায়দার ইসলামাবাদ থেকে জানাচ্ছেন, বহিস্কৃতদের মধ্যে জাতীয় ও প্রাদেশিক পার্লামেন্টের সদস্য রয়েছেন।
তিনি বলেন, ‘পদপেটা অত্যন্ত বিস্ময়ের সৃষ্টি করেছে। ’ কামাল জানান, সম্প্রতি নির্বাচন কমিশন এও ল্য করেছে যে, নির্বাচিত সাংসদরা তাদের শিক্ষাসনদ বিষয়ে জালিয়াতি করেছেন।
তিনি আরও বলেন, ‘আমাদের বলা হয়েছে, ৪০০-র বেশি সাংসদ সন্দেহের তালিকায় রয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে, অন্তত স্নাতক শ্রেণীর ছাত্ররা পার্লামেন্ট নির্বাচনের অংশ নিতে পারবেন। অনেক সাংসদ কমিশনে ভুয়া বা জাল সনদ জমা দিয়েছেন। ’
নির্বাচনের মুখপাত্র আফজাল খান জানান, যারা প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিয়েছেন তাদের সদস্যপদ পুনর্বহাল করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০