লন্ডন: মুম্বাই হামলার প্রস্তুতিতে পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০০৮ সালে ওই হামলার মূল পরিকল্পনাকারী ডেভিড হেডলি জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছেন।
মঙ্গলবার ব্রিটেনের দ্য গার্ডিয়ান প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ডেভিড হেডলি মুম্বাই হামলার ঘটনায় ভারতীয় জিজ্ঞাসাবাদকারীদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ২০০৮ সালে ওই হামলার ঘটনায় ১৬৬ জন লোক নিহত হয়। দ্য গার্ডিয়ান জানায়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ওই হামলার পে সহায়তা করেছে বলে বিস্তারিত বর্ণনা দিয়েছেন হেডলি।
ভারত সরকারের ১০৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন থেকে উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, আইএসআই ও লস্কর-ই-তইয়েবার উর্ধ্বতন জঙ্গীদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক কথা হেডলি স্বীকার করেন।
হেডলি দাবি করেন, অন্তত দুটি অভিযান পরিচালনার অর্থ দিয়েছে পাকিস্তানের গোয়েন্দারা। সংস্থাটির কাছে নিয়মিতই বিভিন্ন কার্যক্রমের তথ্য সম্বলিত প্রতিবেদন জমা দিতে হতো।
সাবেক পাকিস্তানি সাবেক রাষ্ট্রদূতের ছেলে হেডলি। তার শ্বেতাঙ্গ মা মার্কিন বংশোদ্ভূত।
২০০৮ সালে মুম্বাই হামলায় অন্তত ১০ জন বন্দুকধারী ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা চালায়।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০