কায়রো: মিসরের গিজা পিরামিডের পাশে প্রত্নতত্ত্ববিদরা প্রায় সাড়ে চার হাজার প্রাচীন একটি সমাধি আবিষ্কার করেছেন। দেশটির প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান জাহি হাওয়াস সোমবার একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
সমাধিটি ফারাও শাসনামলের রুদজা-কা নামের একজন যাজকের।
জাহি হাওয়াস বলেন, গিজা মালভূমির কাছাকাছি ওই স্থানটিতেই তিনটি বিখ্যাত পিরামিড রয়েছে। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলে বৃহৎ সমাধিত্রে রয়েছে।
তিনি বলেন, সমাধির দেওয়ালে রঙিন খোদাই করা শিল্পকর্ম আছে। এতে দেখা যায়, রুদজ-কা তার স্ত্রীকে উপহার দিচ্ছেন।
সমাধিটি নির্মাণের সময়কাল ২৪৬৫-২৩২৩ খ্রিস্টপূর্বাব্দ। রুদজ-কা ছিলেন ফারাও খাফরে’র শাসনামলের শবাগারপ্রধান। খাফরে দ্বিতীয় বৃহত্তম গিজা পিরামিড নির্মাণ করেন।
খাফরে ২৪৯৪ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। ফারাও রাজাদের উদ্দেশে পূজা দেওয়ার সংস্কৃতি তাদের মৃত্যুর পরও টিকে ছিলো।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০