পোর্টোভেলো: ইকুয়েডরের খনিতে এখন আর কোন প্রাণের স্পন্দন নেই। ৫০০ ফুট নিচে আটকা পড়ে চার শ্রমিকের মৃত্যু নিশ্চিত করেছেন উদ্ধারকর্মীরা।
উদ্ধারকাজ ব্যর্থ হওয়ায় উদ্ধারকর্মীরা হতাশায় ডুবে গেছে। অপেক্ষমান শ্রমিকদের আত্মীয় স্বজনরা ভারাক্রান্ত হৃদয়ে ভাবছে প্রিয় মানুষটির শেষকৃত্য অনুষ্ঠান ভালভাবে সম্পন্ন করার।
নিহত শ্রমিকরা হলেন, ওয়ালটার ভেরা, পেরুর পল এগুইরি, ভেরার ভাই মেশিন অপারেটর অ্যাঞ্জেল এবং পেডরো মেনডোজা।
গত শুক্রবার চারজন খনি শ্রমিক প্রায় ৫০০ ফুট নিচে আটকা পড়ে। বুধবারে আটকে পড়া খনি শ্রমিকদের মধ্যে শেষ দুজনের মৃতদেহ দেখতে পায় উদ্ধারকর্মীরা। এর আগে আরও দুজনের মৃতদেহ তারা সনাক্ত করেন।
উদ্ধারকারী দলের এক সদস্য গিওর্জি রামিরেজ বলেন, তাদের মৃতদেহ বের করে আনতে আমাদের আরও দশ জন উদ্ধারকর্মী লাগবে।
উদ্ধারকর্মীরা এর আগে গত মঙ্গলবার ধারণা করেছিলেন নিচে যে পরিমান অক্সিজেন আছে তাতে শ্রমিকরা চার থেকে পাঁচদিন বেঁচে থাকতে পারে।
এই শ্রমিকদের জীবনের করুন পরিনতির ঠিক দু’দিন আগেই ইতিহাসে স্বাক্ষর রাখে চিলি। তাদের ৩১ জন আটকে পড়া শ্রমিকদের ৬৯ দিন পরে জীবিত উদ্ধার করে।
দেশটির পেসিডেন্ট রাফেল কোররিয়া বুধবার দুপুরে ঘটনা স্থলে যান এবং আটকে পড়া শ্রমিকদের আত্মীয় স্বজনদের স্বান্তনা দেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১১৯ ঘন্টা, অক্টোবর ২১, ২০১০